ঢাকা ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২০
তালাশ প্রতিবেদকঃ
নির্ধারিত মূল্য অপেক্ষা অতিরিক্ত দামে মাস্ক বিক্রি রোধে মাঠ পর্যায়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়। বুধবার (১৮ মার্চ) দুপুরে বরিশাল নগরের চৌমাথা, বটতলা, গির্জা মহল্লা, ফল পট্টি ও চক বাজার এলাকায় বাজার তদারকিমূলক এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে নির্ধারিত মূল্য ৩০ টাকা অপেক্ষা অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি করায় গির্জা মহল্লাস্থ গ্রীন লাইব্রেরীকে ১৫ হাজার টাকা, আল আমিন লাইব্রেরীকে ১৫ হাজার টাকা, চক বাজারস্থ আলাউদ্দিন ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করায় ফল পট্টির নিউ আল ক্বারী হোটেলকে ৩ হাজার টাকা এবং বিদেশি কসমেটিকস ও অন্যান্য পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় নবগ্রাম রোডের হাট সুপার শপ কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়েরসহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া বলেন, অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা টানানো, নির্ধারিত মূল্যে মাস্ক বিক্রয়সহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মেনে ব্যবসা করার জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি উপস্থিত নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে ভোক্তা অধিকার লঙ্ঘিত হলে হট লাইন নম্বর ১৬১২১ এ ফোন করে সেবা নেয়ার আহবান জানান তিনি। অভিযানের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা ও এস এই ইমরান আহমেদসহ ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্যরা।
Design and developed by Engineer BD Network