অসহায়-দুঃস্থদের পাশে দাঁড়ালেন কাউন্সিলর শিখা চক্রবর্তী

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

অসহায়-দুঃস্থদের পাশে দাঁড়ালেন কাউন্সিলর শিখা চক্রবর্তী

 

করোনাকরোনা পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত ৬,৭ ও ৮ ওয়ার্ডের অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়িয়েছেন সংরক্ষিত কাউন্সিলর শিখা চক্রবর্তী।

এসময় সিটি মেয়র আতিকুল ইসলামের পক্ষ থেকে ত্রাণ সামগ্রি বিতরণ করেন তিনি।

এতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সম্পাদক রাকিবুল ইসলাম সহ থানা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০মার্চ থেকে ত্রাণ সামগ্রি বিতরণ শুরু করা হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ