আইনশৃংখলা নিয়ন্ত্রণের পাশাপাশি তিনি একজন ইমামও বটে

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, মে ২৫, ২০২০

আইনশৃংখলা নিয়ন্ত্রণের পাশাপাশি তিনি একজন ইমামও বটে

 

তালাশ ডেস্ক ॥
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রাদুর্ভাব এড়াতে পর্যাপ্ত শারীরিক দূরত্ব তথা স্বাস্থ্যবিধি মেনে আজ ঈদের নামাজ আদায় করেছেন মুসলিমধর্মালম্বীরা।

আজ (২৫ মে) সকাল ১০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনারের বাসভবনে বরিশালে বিএমপি কমিশনার ঈদের নামাজ আদায় সম্পন্ন হয়।

নামাজে ইমামতি করে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

এতে তারঁ বাসভবনে কর্মরত সকলকে অংশ নেয়।

নামাজ শেষে তিনি প্রাণঘাতী কোভিড-১৯ এর ছোবলে মৃত্যুর কোলে ঢলে পরা সকল ফ্রন্টফাইটার পুলিশ সহ বিশ্বের সকল মৃত্যুবরণকারীদের রুহের মাগফেরাত কামনা তথা আক্রান্তদের দ্রুততম সময়ে সুস্থতা কামনা করে মোনাজাতে মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ