ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯
কন্ঠ শিল্পী হাসনা হেনা এবার গান গাইবেন দেশের বেসরকারি এফএম রেডিও স্টেশন ‘ক্যাপিটালে’। তিনি আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১ পর্যন্ত ক্যাপিটাল এফএমে।
সূত্রে জানা গেছে, বসুন্ধরা গ্রুপের এফএম রেডিও স্টেশন ‘ক্যাপিটালের’ জনপ্রিয় অনুষ্ঠান ‘ব্যাক স্টেট ভয়েজ’। সেই অনুষ্টানে সরাসরি গান এবং আড্ডা দিবেন কণ্ঠ শিল্পী হাসনা হেনা। অনুষ্ঠানটি শোনা যাবে আজ মঙ্গলবার রাত ৯টা থেকে ১১ পর্যন্ত। অনুষ্ঠানটির উপস্থপনায় থাকবেন আরজে এমিল।
ঢাকার ভেতরে যারা রয়েছে তারা অনুষ্ঠানটি শুনতে চাইলে মুঠোফোনে এমএম রেডিও অপশনটিতে গিয়ে টিউন করতে হবে ৯৪.৮।এছাড়া ঢাকার বাহিরে বিশেষ করে নালিতাবাড়ী থেকে যদি অনুষ্ঠানটি শুনতে চান তাহলে ভিজিট করতে হবে www.radiocapital.fm এ।
পাওয়ার ভয়েস খ্যাত কন্ঠ শিল্পী হাসনা হেনার বেশ কয়েকটি গান ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।
Design and developed by Engineer BD Network