ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২০
বরগুনার আমতলী উপজেলার পুর্ব চিলা গ্রামের মোকলেস মৃধার বাড়ীর সামনে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুই শত পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার তাদেরকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, উপজেলার হদলিয়া ইউনিয়নের পুর্বচিলা গ্রামের মোকলেস মৃধার বাড়ীর সামনে ইয়াবা ক্রয়-বিক্রয় চলছিল । খবর পেয়ে মঙ্গলবার রাতে আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদারের নেতৃত্বে এসআই সোহেল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মোকলেস মৃধার বাড়ীর সামনে থেকে পুলিশ বিক্রিরত অবস্থায় মাদক বিক্রেতা শামিম মৃধা, আবুল কালাম আজাদ ও নিপা বেগম নামের তিনজনকে গ্রেফতার করে। পরে তাদের শরীর তল্লাশী করে দুই শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনার তাদের নামে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। বুধবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মাদক বিক্রেতা আজাদের বাড়ী কলাপাড়া উপজেলার টিয়াখালী গ্রামে। তার বাবার নাম জাহাঙ্গির আলম। নিপা বেগমের বাড়ী বরিশাল শহরের বাজার বোডে। নিপা মৃত্যু হাবিবুর রহমানের কন্যা।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, দুই’শ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
Design and developed by Engineer BD Network