ঢাকা ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২০
তালাশ ডেস্ক: সাভারের আশুলিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রায়হান (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রায়হানের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ১১টি মামলা রয়েছে।
সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১০টার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকার মোশাররফের বাড়িতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত রায়হান চাঁদপুর জেলার উত্তর মতলব থানার বাসিন্দা। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ১১টি মাদকসহ বিভিন্ন মামলার আসামি।
র্যাব-২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কবিরপুর এলাকার মোশাররফের বাড়িতে অভিযানে যায় র্যাব-২। র্যাবের উপস্থিতি টের পেরে র্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে রায়হান। র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান রায়হান। পরে রায়হানের ঘর তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা, দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও স্মার্ট মোবাইল ফোনসহ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
Design and developed by Engineer BD Network