ঢাকা ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯
নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী অফিসারকে দেখে পালালো অবৈধ পুকুর খননকারীরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার স্থাপনদিঘী এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুকুর খনন বন্ধ করে দেন ইউএনও। এসময় ভেকুর ব্যাটারী ও তেল জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে শহিদুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে ৫’শত টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো।
ইউএনও সুশান্ত কুমার মাহাতো বলেন, অনুমতি না নিয়ে পুকুর খনন করছিলেন ইদ্রিস নামের এক ব্যক্তি। সবাই পালিয়ে গেলে ব্যাটারী ও তেল জব্দ করা হয়। অবৈধ পুকুর খনন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
Design and developed by Engineer BD Network