ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০
তালাশ ডেস্ক ॥
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশে করোনায় মৃত্যুর হার করোনাবিধ্বস্ত ইতালির তুলনায় অনেক বেশি। বাংলাদেশে করোনায় মৃত্যুর হার ১০.৪ শতাংশ। অথচ ইতালিতে মৃত্যুর হার ১০.২ শতাংশ।’
শনিবার (৪ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘কোরিয়া প্রতি হাজারে যেখানে টেস্ট করেছে ছয় জন, সেখানে বাংলাদেশ প্রতি ১০ লাখে টেস্ট করেছে ছয় জন। এটা কি উদাসীনতা না উদ্দেশ্যপ্রণোদিত তা আমাদের বোধগম্য নয়। যাই হোক, এখন পর্যন্ত দেশে করোনা পরীক্ষা কিট নিতান্তই অপ্রতুল। হাসপাতালগুলো পিপিই ও পরীক্ষা কিটের অভাবে সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্তদের চিকিৎসা করছে না। এক কথায় সারাদেশে পুরো স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘গণপরিবহন বন্ধ না করে সাধারণ ছুটি ঘোষণার কারণে লাখ লাখ মানুষ ঈদের মতো করে গ্রামের বাড়ি গিয়ে দেশব্যাপী করোনা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। এমনকি এই সংকট মুহূর্তে ডেঙ্গু দরজায় কড়া নাড়ছে। ইতোমধ্যে গত বছরের তুলনায় ডেঙ্গু রোগী হাসপাতালে বেশি ভর্তি হচ্ছে। শাটডাউনের কারণে এডিস মশা নিধন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।’
তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে এগারো লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম রিফিউজি ঘনবসতিপূর্ণ ছোট্ট পরিসরে মানবেতর জীবনযাপন করছে। যথাযথ সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে প্রাণঘাতী করোনাভাইরাস ক্যাম্পে সংক্রমিত না হয়। সম্প্রতি দেশে ফিরে আসা প্রবাসীদের প্রতি মানবিক আচরণ করতে হবে। ভুলে গেলে চলবে না, এদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি।’
Design and developed by Engineer BD Network