ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৭:১৪ পূর্বাহ্ণ, মে ৮, ২০২০
একটা CORONA ভাইরাসের ওজন ০.৮৫ এট্টোগ্রাম। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে
জানা যায়, ১ এট্টোগ্রাম = ০.৮৫ x ১০ টু দ্য পাওয়ার – ১৮ গ্রাম (মাইনাস
১৮)
সহজ করে বললে, ১ টা ভাইরাসের ওজন হল ১ গ্রামের এক ট্রিলিয়ন ভাগের এক
ভাগের দশ লক্ষ ভাগের এক ভাগ। সংশ্লিষ্ট চিকিৎসা সূত্র এই তথ্য-উপাত্ত
দিয়ে বলেছে,একজন মানুষকে অসুস্থ করতে ৭০ বিলিয়ন ভাইরাসের প্রয়োজন। ৭০
বিলিয়ন ভাইরাসের ওজন ০.০০০০০০৫ গ্রাম।
বর্তমানে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 3 Million .তাহলে
বিশ্বের সমস্ত আক্রান্তদের দেহে সমস্ত ভাইরাসের মোট ওজন 1.5 গ্রাম।
১ ফোঁটা বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম।
সূত্র মতে, এত উন্নত মানব সভ্যতা মাত্র ১ ফোঁটা ভাইরাসের কারণে হাঁটু
ভেঙ্গে পড়ে গেছে!!
এরপরেও কি আমরা নিজেদের অনেক বুদ্ধিমান, ক্ষমতাবান মনে করতে পারি?
নিজেদের বুদ্ধিমত্তা, জ্ঞান, অর্থ-সম্পদ, সৌন্দর্য কোনো কিছু নিয়েই কি
অহংকার করতে পারি? পারমানবিক বোমা, সাব মেরিন, মিসাইল, যুদ্ধ জাহাজ,
যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, অত্যাধুনিক মারনাস্র, বিশ্বের কোটি কোটি সৈনিক,
বিলিয়ন ডলার সব কিছু আজ ব্যর্থ, অকর্ম্য, নিরুপায় আল্লাহর এক অতি
ক্ষুদ্রতম সৃষ্টির ক্ষমতার কাছে পরাজিত। অহংকারের একজনই মালিক, মহান
আল্লাহ সুবহানাহুতা’আলা।
সৃষ্টিকর্তা কতটা শক্তিশালী আর কি করতে পারেন অতি ক্ষুদ্রতম একটা
ভাইরাসের আবির্ভাবে সেটা আজ সকলেই অনুধাবন করতে পারা স্বত্তেও কেন যে
সৃষ্টিকর্তার ঈবাদতে ব্যপৃত থাকে না তা বোধগম্য নয়। আসুন আল্লাহর ঈবাদতে
নিজেকে নিয়োজিত করি। আল্লাহ আমাদের কবুল করুক (আমীন)
Design and developed by Engineer BD Network