ঢাকা ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০
তালাশ ডেস্ক ॥ হতাশা ও অবসাদে মানুষ আত্মহননের পথ বেছে নেয়। গত ১৪ জুন মুম্বাইয়ের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সেই মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এলো আরো দুই তারকার আত্মহত্যার খবর।
জানা গেছে, দক্ষিণের দুই জনপ্রিয় টিভি তারকা শ্রীধর এবং জয়া কল্যাণীর পঁচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদের বাসগৃহ থেকে। মরদেহ দেখার পর পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যাই করেছেন তারকা এই ভাই-বোন।
ADVERTISEMENT
বিল্ডিং থেকে পচা গন্ধ বেরোতে প্রতিবেশীরাই খবর দেন পুলিশে।
সোমবার পুলিশ এসে তাদের দেহ উদ্ধার করে। লকডাউনে শুটিং বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই অর্থকষ্টে ভুগছিলেন এই দুই তারকা। লকডাউনে তাদের বাড়ি থেকে বেরোতেও দেখা যায়নি। শ্রীধর ও জয়ার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
অর্থকষ্ট এবং অবসাদগ্রস্ত হয়েই আত্মহত্যা করেছেন তারা, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে এমনই জানিয়েছে পুলিশ।
লকডাউনে বিশ্বজুড়ে বেড়েই চলেছে অবসাদ। তবে বলিউডে এর প্রভাবটা পড়েছে যেন একটু বেশিই। গত মাসেই আত্মহত্যা করেন প্রকাশ মেহতা এবং মনমীত গেরওয়াল। এরপর নিজের ফ্ল্যাট থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের।
Design and developed by Engineer BD Network