ঢাকা ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০
ঝালকাঠি প্রতিনিধি ::
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের তিনবারের এমপি বজলুল হক হারুনকে (বিএইচ হারুন) উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। এমপি হারুনের সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন তার স্ত্রী ও বড় ছেলে নাহিয়ান হারুন। এমপি হারুনের মুখপাত্র রাজাপুর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
মাহমুদ হাসান জানান, সন্ধ্যা ৭টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশে রওনা হন এমপি হারুন। এদিকে তার সুস্থতা কামনায় রাজাপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সোমবার বিকালে আওয়ামী লীগের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তিনি আরও জানান, অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহম্মেদ এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ কেন্দ্রীয় ও তার নির্বাচনি এলাকার নেতাকর্মীরা।
Design and developed by Engineer BD Network