ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩
তালাশ প্রতিবেদক॥ বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ মোঃ সবুজ হাওলাদার (৩৮) ও মোসাঃ রুবি বেগম (৪৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার (৫ নভেম্বর) সকাল ৬টার দিকে নগরীর ৩০ নং ওয়ার্ডস্থ কলাডেমা সেতু বন্ধন ক্লাবের বিপরীত পাশ থেকে তাদের আটক করা হয়। আটক মোঃ সবুজ হাওলাদার বরিশালের চরকাউয়ার মৃত আনছার আলী হাওলাদারের ছেলে। অপরজন মোসাঃ রুবি বেগম নোয়াখালীর মোঃ মাইনুদ্দীনের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন ৩০ নং ওয়ার্ডস্থ কলাডেমা সেতু বন্ধন ক্লাবের বিপরীত পাশে হালিম মৃধার মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃ সবুজ হাওলাদার ও মোসাঃ রুবি বেগমের হেফাজতে থাকা ৩ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। আটক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Developed by Engineer BD Network