ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৩
তালাশ প্রতিবেদক॥ বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের মা খালেদা বেগম আর নেই। আজ শুক্রবার সকাল ৭টায় শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি পাঁচ ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমা খালেদা বেগম বরিশাল নগরের কলেজ রোড নিবাসী বিশিষ্ট আইনজীবী মরুহুম অ্যাডভোকেট নেহাল হোসেনের সহধর্মিণী। তিনি তথ্যপ্রযুক্তির অন্যতম মাধ্যম ইউরোটেল বিডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মরহুমা খালেদা বেগমের ছোট ছেলে বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, তার মা বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। শুক্রবার সকালে তিনি ইন্তেকাল করেন। আজ বাদ জুমা আঞ্জুমানে মফিদুল ইসলাম মুসলিম গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে ওই গোরস্থানেই দাফন সম্পন্ন করা হয়েছে। এস এম জাকির হোসেনের মায়ের ইন্তেকালে প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন।
Developed by Engineer BD Network