ঢাকা ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, মে ৫, ২০২০
তালাশ প্রতিবেদকঃ
বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পক্ষ থেকে ওএমএস কার্ড নিয়ে অনিয়ম।প্রধান মন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে স্বচ্ছল পরিবারের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে। নগরীর ১৫ নং ওয়ার্ড আঃলীগ সভাপতি রিয়াজ উদ্দিন কবর একই ঘড়ে একাধিক কার্ড এবং প্রকৃত প্রাপ্য দের করেছে সম্পূর্ণ বঞ্চিত। এনিয়ে গতকাল কথিত ওয়ার্ড আঃলীগ সভাপতি রিয়াজ উদ্দিন কবীরকে জুতাপিটা করে ক্ষুব্ধ কার্ড বঞ্চিতরা।বটতলা এলাকার মৃত কাঞ্চন মোল্লার ছোট মেয়ে রুমকি ১৫ নং ওয়ার্ডের ভোটার তবে ১৮ নং ওয়ার্ডে তার স্বামীর বাড়িতেই বসবাস করেন। কবির তার নামে কার্ড করিয়ে দেয় পাশাপাশি সরকারি চাকুরি জীবি বেশ কয়েকজনকে কার্ড করিয়ে দেয়। অথচ অভিযোগ করে জানান এলাকাবাসী প্রকৃতপক্ষে যাদের প্রধানমন্ত্রীর দেয়া ওএমএস কার্ড পাওয়ার কথা তারা পায়নি। খোজ নিয়ে জানা গেছে, প্রয়াত মেয়র শওকত হোসেন হিরনের সাক্ষর জালিয়াতি করে ওয়ার্ড আঃলীগের স্বঘোষিত সাধারন সম্পাদক বনে ছিলেন তিনি।পরবর্তীতে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সাথে যোগাযোগ করে সভাপতি হয় কবির৷ এর আগে বটতলা এলাকার শরীফ বাড়িতে আগুন লাগলে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আমির মোয়াজ্জেম হোসেনের দেয়া অর্থ তিনি আত্মসাৎ করার ঘটনায় নব আদর্শ স্কুল মাঠে সুমন নামের এক যুবলীগ নেতা তাকে লাঞ্চিত করে। এর ক্ষোভে অত্র এলাকার কর্মহীন পরিবারদের বাদ দিয়ে নিজের পছন্দ সই ব্যক্তিদের কার্ড প্রদান করে। কার্ড প্রদানের তালিকা করার কমিটিতে থাকা যুবলীগ নেতা সাইদুল ইসলাম জামাল জানান তিনি সুষ্ঠু ভাবে তালিকা দিলেও তা গ্রহন না করে তার মনগড়া ব্যক্তিদের কার্ড প্রদান করে কবির। এ বিষয়ে বিসিসি’র মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরাবর ভূক্তভোগী বঞ্চিতরা অভিযোগ করে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানায়।
Design and developed by Engineer BD Network