করোনা : বরগুনায় প্রতিদিন বাড়ছে শনাক্ত, মৃত্যু আরও ২

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২১

করোনা : বরগুনায় প্রতিদিন বাড়ছে শনাক্ত, মৃত্যু আরও ২

বরগুনা প্রতিবেদক ॥ বরগুনায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে। প্রশাসন যতো কঠোর হচ্ছে, সাধারণ মানুষ যেন স্বাস্থ্যবিধি ততটাই উপেক্ষা করছে! জেলা পরিষদের বিভিন্ন জায়গায় অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। শনাক্তের হার ৪৪ শতাংশ। একদিনে নতুন করে আরও দুই জনসহ মোট মৃত্যু ৪৩ জন।

কোরবানির গরুর হাটে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। প্রশাসনিক কোন তৎপরতাও খেয়াঘাট বা গরুর হাটে লক্ষ করা যাচ্ছে না। গ্রামের হাট-বাজারে চা’য়ের দোকানে আড্ডা চলছে নিয়মিত।

 

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬ জন। এর মধ্য বরগুনা সদরে ৩৯, বামনা১০, বেতাগী ৫,পাথরঘাটা৩, তালতলী ৩, আমতলি ৬ জন। একদিনে মারা গেছেন দুইজন। একজনের বাড়ী বরগুনার রোডপাড়া গ্রামে এবং অন্যজনের বাড়ী বেতাগী পৌর শহরে।

বরগুনা জেনারেল হাসপাতালে ৪২ জন চিকিৎসকের বিপরীতে আছেন মাত্র ৬ জন।

যারা সকলেই করোনা ইউনিটে ব্যস্ত থাকায় সাধারণ রোগীরা বঞ্চিত হচ্ছেন চিকিৎসা সেবা থেকে।