ঢাকা ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৫:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২০
তালাশ প্রতিবেদক ॥
বরিশালে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে বরিশাল শের-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে দুই যুবককে ভর্তি করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল নগরের ৮ নম্বর ওয়ার্ডের বাজার রোড এলাকার শাওন মিয়া (২৩) হাসপাতালে ভর্তি হন। তিনি শ্বাসকষ্ট, কাশি ও জ্বরে ভূগছিলেন।
অপরদিকে রবিশালের বানারীপাড়া উপজেলোর তেতলা গ্রামের স্বপন হাওলাদার (২৭) নামে এক রোগী জ্বর, গলা ব্যথা ও কাশি নিয়ে হাসপাতালে এলে তাকেও শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, সন্দেহভাজন ওই দুই যুবককে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।
Design and developed by Engineer BD Network