ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে প্রশাসন। আজ ২৯ এপ্রিল বুধবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে বরিশাল সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে কর্মহীন খেটে খাওয়া ৭০ জন ছোট বড়ো লঞ্চের কলম্যান দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মোশারফ হোসেন, সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান, পিআইও বরিশাল সদর উপজেলা কামরুজ্জামান, ভোরের আলো’র সম্পাদক সাইফুর রহমান মিরনসহ আরো অনেকে। এসময় প্রত্যেককে চাল, আলু, ডাল, সাবান ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক বলেন, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাবেন না।
Design and developed by Engineer BD Network