কলাপাড়ায় ছাত্রীদের যৌন হয়রাণীর ঘটনায় শিক্ষক বরখাস্ত

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯

কলাপাড়ায় ছাত্রীদের যৌন হয়রাণীর ঘটনায় শিক্ষক বরখাস্ত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,
।। একাধিক ছাত্রীদের যৌন হয়রাণীর ঘটনা প্রমানিত হওয়ায় কলাপাড়ার উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর বরিশাল বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) এস এম ফারুক সাক্ষরিত এ বরখাস্তের আদেশ কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিস বরাবর প্রেরণ করা হয়েছে। যার স্মারক নম্বর ১১২৬/৬।
উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রাণীর ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী গত ২৪ আগষ্ট বিদ্যালয় ঘেরাও করে শিক্ষক রেজাউল করিমের শাস্তি দাবি করে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল বাসার পরদিন বিদ্যালয়ে সরেজমিনে তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘটনার সত্যতা পান।
এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন গত ২৮ আগষ্ট পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরণ করেন। যার প্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা ,২০১৮ এর ১২ ধারা মোতাবেক মো. রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়।
কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল বাসার এ বরখাস্তের আদেশ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশ মোতাবেক প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ