Uncategorized

কলাপাড়ায় তিন গ্রাম বিদ্যুতে আলোকিত , নতুন সংযোগ পেল ২১২ পরিবার

  প্রতিনিধি ২ অক্টোবর ২০১৯ , ২:১৯:০৫ প্রিন্ট সংস্করণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :-

নতুন বিদ্যুতের আলোয় আলোকিত হলো কলাপাড়া উপজেলার খলিলপুর, পূর্ব দৌলতপুর ও মস্তফাপুর গ্রাম। এ তিন গ্রামের ২১২ পরিবার পেল নতুন বিদ্যুত সংযোগ। মঙ্গলবার সন্ধ্যায় গ্রাম বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ মহিব্বুর রহমান। খলিলপুর মসজিদ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব বলেন, সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের মানুষকে আলোকিত করার প্রতিশ্রুতি দেয়ার জন্য আজকের এই নতুন বিদ্যুতায়ন কর্মসূচি। যা বাস্তবায়নে আমরা সেবক হয়ে কাজ করছি মাত্র। সভাপতিত্ব করেন নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আবদুল মোতালেব তালুকদার, অধ্যক্ষ ড. শহীদুল ইসলাম বিশ^াস, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, মাসুদ নিজামী প্রমুখ। কলাপাড়া পল্লী বিদ্যুত সমিতি সুত্রে জানা গেছে, এক কোটি পাঁচ লাখ ৭৮ হাজার পাঁচ শ’ টাকা ব্যয় পাঁচ দশমিক ৫১৯ কিলোমিটার নতুন বিদ্যুত সংযোগ এখানে স্থাপন করা হয়েছে। মোট ২১২ জন গ্রাহকের মধ্যে ১৯৫ জন আবাসিক গ্রাহক। দেশ স্বাধীনের এতো দীর্ঘ বছর পরে বিদ্যুতের নতুন সংযোগ পেয়ে তিন গ্রামের মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

আরও খবর

Sponsered content