ঢাকা ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৮:৩৩ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২০
তালাশ ডেস্ক ॥ কলাপাড়া হাসপাতালের সিনিয়র নার্স বিউটি বিশ্বাস করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে ওই নার্সের কোয়ার্টারসহ ভবনটি লকডাউন করা হয়েছে। বাসায় আইসোলেশনে রয়েছেন আক্রান্ত নার্স। তিনি সুস্থ রয়েছেন, বাসায় চিকিৎসা নিচ্ছেন। এনিয়ে কলাপাড়ায় ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শুধুমাত্র এক নারী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দুইজন মারা গেছেন।
এছাড়া একজন উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা প্রতিরোধে কলাপাড়া পৌরসভার ছয় নং ওয়ার্ডের নাইয়াপট্টিকে রেড জোনে এবং এক, তিন ও সাত ওয়ার্ডের আংশিক এলাকা ইয়েলো জোনে চিহ্নিত করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
Design and developed by Engineer BD Network