ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২১
তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পলাতক থাকার তিন বছর পর পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদাবাজি মামলায় সাত বছরের দন্ডপ্রাপ্ত পলাতক আসামী জয়নাল আবেদীন খানকে (২৮) গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। রোববার সকালে মহিপুরের চরনজিব গ্রামের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান,২০১৬ সালের গলাচিপা থানায় জি আর মামলায় ( নং ১৯৫/১৬) সাত বছর সাজা হয় মহিপুরের নজিবপুর গ্রামের সানু খানের ছেলে জয়নাল আবেদীনের। এরপর থেকে সে পলাতক ছিলো।
জয়নাল নজিবপুর গ্রামে অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আরো কোন মামলা আছে কিনা বিষয়টি যাছাই করে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান।
Developed by Engineer BD Network