ঢাকা ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ এনে আজ(শনিবার) দুপুরে স্থানীয় সাংবাদিকদের নিয়ে কালকিনি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। কিছু পৌর কাউন্সিলরদের নিয়ে রাজনীতিতে তার প্রতিপক্ষ একটি চক্র এসব করছে বলে দাবী করেন পৌর মেয়র এনায়েত হোসেন। কয়েকজন কাউন্সিলরদের অবগত না করে কালকিনি পৌরসভার সাড়ে ৬মেট্রিকটন চাল মেয়র বিতরন করেছে বলে মাদারীপুর জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে কিছু পৌর কাউন্সিলর। আর অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মীর আজহারুল ইসলাম আজ(শনিবার) সকালে তার তদন্ত করেন। আর তদন্ত শেষ হলে সাংবাদিক সম্মেলন করে এসব অভিযোগ তোলেন পৌর মেয়র এনায়েত হোসেন।
Design and developed by Engineer BD Network