কালকিনিতে ফিল্মী স্টাইলে কিশোরকে অপহরণ , ৯ঘন্টা পরে উদ্ধার – আটক ৯

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০

কালকিনিতে ফিল্মী স্টাইলে কিশোরকে অপহরণ , ৯ঘন্টা পরে উদ্ধার – আটক ৯

কালকিনি(মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট থেকে শামীম হোসাইন(১৬) নামের এক কিশোরকে ফিল্মী স্টাইলে অপহরনের ৯ঘন্টা পরে গোপালপুরের কাঠেরপুল থেকে উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। এসময় অপহরণকারী ৯জনকে আটকও করা হয়। সোমবার সন্ধ্যায় এঘটনা ঘটে।
পলিশ ও ভূক্তভোগী পরিবার জানায়, খাসেরহাট বাজারে আসাদ খানের টেনলারিং দোকানে সহকারীর কাজ করে শিকারমঙ্গল এলাকার পূর্ব শিকারমঙ্গল গ্রামের রশিদ সরদারের ছেলে শামীম। আর কাজের সুবাদে গোপালপুর এলাকার পশ্চিম বনগ্রামের কলম সরদারের ছেলে জাহিদ সরদারের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে তার। কিন্তু সোমবার বিকেলে জাহিদ তার আরেক বন্ধু পশ্চিম বনগ্রামের হালিম ঘরামির ছেলে তামিম ঘরামিকে নিয়ে মোটরসাইকেলযোগে শামীমকে ঘুরানোর কথাবলে নিয়ে আসে। পরে শামীমের পরিবারের কাছে ৫০হাজার টাকা মুক্তিপণ দাবী করে। শামীমের পরিবার উপায়ান্তর না দেখে কালকিনি থানায় জানায় এবং মুক্তিপণের টাকা দেয়ার আশ্বাসে পুলিশ সিভিলে গিয়ে গোপলপুরের কাঠেরপুল একটি বাড়ি থেকে অপহৃত শামীমকে উদ্ধার করে এবং জাহিদ সরদার(২৫), তামিম ঘরামি(১৬), এনামুল সিকদার(১৬), আমিনুল মাতুব্বর(১৯), সাইফুল মাতুব্বর(২৮), রাশেদ সিকদার(২৫), আবু বকর শেখ(২৬), মিরাজ শেখ(১৬) ও লিখন শেখ(২২)কে আটক করে।
এব্যাপারে কালকিনি থানার ওসি তদন্ত হারুন অর রশীদ বলেন ‘ এঘটনায় ৯জনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধিন।’

এ সংক্রান্ত আরও সংবাদ