ঢাকা ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, মে ২, ২০২০
তালাশ প্রতিবেদক :-
বরিশাল সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা-মেয়েকে মারধর করেছে প্রতিপক্ষ ও তার দলবল। মারধরে তাদের শরীরে নিলা ফুলা জখম হয়েছে। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
শনিবার ( ২ মে) সদর উপজেলার ২ নং কাশিপুর ইউনিয়নের পূর্ব গনপাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার ২ নং কাশিপুর ইউনিয়নের গনপাড়ায় মোঃ নজরুল ইসলামের স্ত্রী মোসাঃ রহিমা বেগমের সাথে পৈতৃক বসতঘর ও জমি জবরদখল নিয়ে পূর্ব গনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইউনুস হাওলাদার (৪০), তার বড় ভাই মোঃ দেলোয়ার হোসেন (৫২), ভাগিনা ফাহাদ (২৮), বড় ভাবি নারগিস বেগম গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সকালে মোসাঃ রহিমা বেগমের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সকলে মিলে রহিমা বেগমকে প্রকাশ্যে টেনে হিঁচড়ে এলোপাতাড়ি আঘাত করে। তার চিৎকার শুনে তার মেয়ে মোসাঃ রাবেয়া আক্তার এগিয়ে এলে তাকেও বেদম মারধর করে। এবং খুন জখমের হুমকি দেয় তারা। এমতাবস্থায় তারা নিরাপত্তাহীনতায় দিনযাপন করছে।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম আজকের তালাশকে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Design and developed by Engineer BD Network