ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, মে ১০, ২০২০
বরিশালের বেলতলা খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে ৩০ বছরের অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১০ মে) বিকেল সোয়া ৫ টার দিকে নদীতে মাছধরার সময় জেলেরা মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করে।
থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে জেলেদের উপর চরাও হয় পরবর্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন ।
স্থানিয়রা জানান মরদেহটি কেন আটকে রেখেছে তার জবাব দিহিতা করে এক পুলিশ সদস্য জেলেদের উপরে চরাও হন । কিন্তু তার নাম কেহ বলতে পারেনি ।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, মাছ ধরার সময় স্থানীয় জেলেদের জালে মরদেহটি বেধে গেলে, সেটি ভেসে ওঠে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্যান্ট ও টি শার্ট পরিহিতো ৩০ বছরের এক যুবকের মরদেহ হলেও তার পরিচয় জানাযায়নি।
Design and developed by Engineer BD Network