কোস্টগার্ডের অভিযানে ৪ মণ জাটকা ও অবৈধ জাল আটক

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯

কোস্টগার্ডের অভিযানে ৪ মণ জাটকা ও অবৈধ জাল আটক

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৪ মণ জাটকা ও অবৈধ জাল আটক করা হয়েছে। গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আতিউর রহমান এর নেতৃত্বে বরিশালের কালাবদর নদীতে অভিযান চালানো হয়। এ সময় ২ হাজার মিটার অবৈধ জাল ও ৪ মণ জাটকা ইলিশ আটক করা হয়। বরিশাল কোস্টগার্ডের এফআয়েজ মোঃ দেলোয়ার হোসেন জানান, গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের কালাবদর নদীতে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় নিষিদ্ধ জাটকা ইলিশ ও অবৈধ জাল আটক করা হয়। পরবর্তীতে আটককৃত জাটকা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বরিশালের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। এবং আটককৃত অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ