ঢাকা ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯
বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৪ মণ জাটকা ও অবৈধ জাল আটক করা হয়েছে। গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আতিউর রহমান এর নেতৃত্বে বরিশালের কালাবদর নদীতে অভিযান চালানো হয়। এ সময় ২ হাজার মিটার অবৈধ জাল ও ৪ মণ জাটকা ইলিশ আটক করা হয়। বরিশাল কোস্টগার্ডের এফআয়েজ মোঃ দেলোয়ার হোসেন জানান, গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের কালাবদর নদীতে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় নিষিদ্ধ জাটকা ইলিশ ও অবৈধ জাল আটক করা হয়। পরবর্তীতে আটককৃত জাটকা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বরিশালের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। এবং আটককৃত অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
Design and developed by Engineer BD Network