ঢাকা ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০
সাকিব হাসান, গলাচিপা ॥
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গলাচিপা উপজেলার বি. পি. সি. মাধ্যমিক বিদ্যালের মাঠে এক নারী ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠিত হয় । উক্ত খেলায় দুটি দল অংশগ্রহণ করেন এ ও বি দল । টসে জিতে এ দল ব্যাট করার সিদ্ধান্ত গ্রহন করে । নির্ধারিত ১০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৯ রান করে । জবাবে বি দল ৭ ওভারে ৩ বলে ৫০ রান করে ৩ উইকেটে বিজয়ীহয় । বি দলের পক্ষে দীপা মন্ডল ৫ উইকেট ও ৩৭ রান করে মেস শেরা হন । উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার এস. আই. নজরুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বি. পি. সি. স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, সমাজ সেবক মহাব্বত হোসেন, ই. ইউ.পি. সদস্য কাওছার আহমেদ, বুলুবুল রানী মিত্র কেস ম্যানেজার ইউ. এন. আর. পি. এ. । সভাপতিত্ব করেন মোঃ হাসান মাহমুদ সোসাল মোবিলাইজেশন অফিসার । এছাড়া আরো উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী, অবিভাগকগন । উক্ত অনুস্টানটি ইউ. এন. এফ. পি. এ. আইন ও শালিশ কেন্দ্রের কারিগরি সহযোগিতায় নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে প্রকল্পের মাঠ পর্যায়ে অংশীদার প্রতিষ্ঠান সুশীলন আয়োজন করে ।
Design and developed by Engineer BD Network