গৌরনদীতে অস্ত্র-জাল টাকা ও ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৩

গৌরনদীতে অস্ত্র-জাল টাকা ও ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

তালাশ প্রতিবেদক: বরিশালের গৌরনদীতে দেশীয় অস্ত্র, জাল টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ দুলাল প্যাদা নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ আগস্ট) সকালে উপজেলার একটি বাসা থেকে তাকে আটক করে বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার দুলাল মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলার একটি ভাড়া বাসায় অভিযান চালায় বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ। ওই বাসা থেকে দুলাল প্যাদাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি দেশীয় অস্ত্র, ৫০ হাজার জাল টাকা এবং ১১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

বরিশাল গোয়েন্দা পুলিশের ওসি মো. মিজানুর রহমান বলেন, এর আগেও দুলাল প্যাদাকে মাদকসহ একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে। পরে ছাড়া পেয়ে পুনরায় মাদক ব্যবসা শুরু করে।

এ সংক্রান্ত আরও সংবাদ