ছাত্রলীগ নেতা মেহেদী তালুকদার নেতৃত্বে বৃক্ষ রোপণ

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০

ছাত্রলীগ নেতা মেহেদী তালুকদার নেতৃত্বে বৃক্ষ রোপণ

মুজিববর্ষের আহ্বান ‘৩টি করে গাছ লাগান’ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদের নির্দেশে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ কোতয়ালী থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী রেদওয়ান তালুকদার।
আজ সোমবার (২৭ জুন) মেহেদি রেদওয়ান তালুকদার তার ঢাকা বুলবুল ললিতকলা একাডেমিতে এই কর্মসূচি পালন করেন।
এসময় তিনি মেহগনি,আকাশি,আমলকি, এবং লেবু সহ মোট ১০ টি গাছ রোপণ করেন।
কর্মসূচির বিষয়ে জানতে চাইলে মেহেদী রেদওয়ান তালুকদার, ‘মুজিববর্ষের তিন মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমি দশটি ফলজ গাছের চারা রোপণ করেছি। আশা করি বাংলাদেশ ছাত্রলীগের এক কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি সফল হবে।’
‌উল্লেখ্য, মুজিববর্ষের নানামুখী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির এই উদ্দ্যোগ গ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ