ঢাকা ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে ধর্ষণ ও যৌন নিযার্তনসহ সকল সহিংসতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় যৌথভাবে আয়োজন করে এনজিও সাইডো, নারীপক্ষ ও তারুন্যের কন্ঠস্বর প্øাটফর্ম আয়োজনে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যলয়ের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন। প্রধান বক্তা সাইডো’র নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল। বক্তব্য রাখেন রাজাপুর প্রতিবন্ধী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর শরিফ, তারুন্যের কন্ঠস্বর সভাপতি সোহানুর রহমান, সোনালী ব্লাস ব্যাংকের সাধারন সম্পাদক মেহেদী হাসান অনিক। বেলা সাড়ে ১১ টায় রাজাপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে উপস্থি’ত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সাইডোর নির্বাহি পরিচালক সৈয়দ হোসাইন আহম্মেদ কামাল ও আমিনুল ইসলাম সোনা মৃধা ও সালমা আলমগীর প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নারী উপস্থি’ত ছিলেন।
Design and developed by Engineer BD Network