ঝালকাঠি সদর উপজেলা লকডাউন ঘোষণা

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

ঝালকাঠি সদর উপজেলা লকডাউন ঘোষণা

তালাশ প্রতিবেদক ঝালকাঠি:

ঝালকাঠি সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. জোহর আলী। 

এর ফলে ঝালকাঠি সদর উপজেলা থেকে কেউ অন্য কোনো উপজেলা বা জেলায় যেমন যেতে পারবে না। তেমনি বাইর থেকে ঝালকাঠি জেলা সদরেও কেউ ঢুকতে পারবে না। পাশাপাশি গণপরিবহন ও জনসমাগম নিষিদ্ধ থাকবে। বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যদিও ঝালকাঠি জেলাজুড়ে অঘোষিত লকডাউন কার্যকর করা হয়েছে আগে থেকেই। এ লক্ষ্যে জেলা প্রশাসনের নিয়মিত নজরদারির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত, পুলিশ ও সেনাবাহিনীর টহল, চেকপোস্ট বসিয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে।

ঝালকাঠি সদর উপজেলার এক ইউপি সদস্যের (৪০) করোনা শনাক্ত হয়। বেলা ১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। এ নিয়ে ঝালকাঠি জেলায় শিশুসহ চারজনের করোনা শনাক্ত। 

এ খবরের পরে জেলা প্রশাসকের কার্যালয়ে দুপুরে করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভায় সদর উপজেলাকে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।