ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৯
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা। এর ব্যতিক্রম নয় ঝিনাইদহ। গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে নতুনভাবে ৯ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২৯ জন। বুধবার দুপুরে ভর্তি রোগীদের খোঁজখবর নিতে হাসপাতালে যান ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। তিনি হাসপাতালের পুরুষ মেডিসিন ও মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলেন। তাদের খোঁজ খবর নেন। এসময় তিনি হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে যারা গরীব, অবস্থায়। যাদের রেফার্ড করা হলে ঢাকায় বা ভালো হাসপাতালে চিকিৎসা করার সামর্থ্য নেই তাদের চিকিৎসার ভার গ্রহণ করেন। এছাড়াও হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড আরও পরি”ছন্ন রাখার জন্য ব্যক্তিগত পক্ষ থেকে ২ টি লোক নিয়োগ দেন। যারা সার্বক্ষনিক ওই ওয়ার্ড দুটি পরিস্কার করবেন। এসময় ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: আইয়ুব আলী, আরও এমও ডা: অপুর্ব কুমার সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Design and developed by Engineer BD Network