ঢাকা ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দলটির জেলা শাখার আয়োজনে রোববার সকালে শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্ট চত্বরে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির নব-গঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক এস এম মশিয়ুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, এ্যাড. কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাসসহ উপজেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তারা, অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান। সেই সাথে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এর আগে বিভিন্ন শাখার নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে আলোচনা সভায় যোগদান করেন।
কালীগঞ্জ সরকারী মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের
Design and developed by Engineer BD Network