ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, জুন ২০, ২০২০
তালাশ ডেস্ক॥ দিনাজপুরের বিরলে অবৈধভাবে মিটার স্থানান্তরিত ও নতুন সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির উপরে টু-টুয়েন্টি তারের সাথে জড়িয়ে প্রাণ গেল এক বিদ্যুৎ মিস্ত্রির ।
দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর কতিপয় কর্মকর্তা-কর্মচারীর উদাসীনতা, অনিয়মকে এ ঘটনার জন্য দায়ী করেছেন ওই এলাকার অনেক পল্লী বিদ্যুৎ গ্রাহক।
নিহত বিদ্যুৎ মিস্ত্রি ফারুক হোসেন (৩০) বিরল উপজেলার ধামইড় ইউপি’র গোবিন্দপুর মেহেরবাগ গ্রামের রিয়াজ উদ্দীন ওরফে অঘনু’র ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মিস্ত্রি ফারুক হোসেন একই ইউপি’র কাশিডাঙ্গা হিন্দু শাহাপাড়া গ্রামের দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গ্রাহক গোবিন্দ চন্দ্র রায়ের বাড়ীর বৈদ্যুতিক মিটার অবৈধভাবে স্থানান্তরিত করতে গিয়ে খুঁটির উপরে উঠে। এসময় সে অসাবধনতাবশতঃ ওই খুঁটির উপরে থাকা বিদ্যুতের টু-টুয়েন্টি লাইনের তারের সাথে জড়িয়ে পড়লে সাথে সাথে মৃত্যু হয় তার। পরে সংবাদ পেয়ে বিরল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাঁরের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা বিদ্যুৎ মিস্ত্রি ফারুকের লাশ উদ্ধার করে। গ্রাহকরা বিষয়টি তদন্ত করে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।
দিনাজপুর পল্লী বিদুৎ সমিতি-১ এর বিরল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো, আবু নাসের সাংবাদিকদের জানান, ফারুক আমাদের অনুমোদিত কোন ইলেকট্রিশিয়ান নয় এবং গ্রাহক গোবিন্দ চন্দ্র রায়ের মিটার স্থানান্তরের কোন অফিসিয়াল অনুমোদন ছিল না।
বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত পূর্বক পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে।
Design and developed by Engineer BD Network