ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯
নিজস্ব প্রতিবেদকঃ
চলাচলের রাস্তার উপর বেড়া দিয়ে জমির মালিককে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। বাকেরগঞ্জ থানার ৩নংদাড়িয়াল বামনিকাঠির স্থায়ী বাসিন্দা হাজী আব্দুল জলিল অভিযোগ করে জানায়, গতকাল অত্র গ্রামের বকাটে কতিপয় সন্ত্রাসীরা তার বাড়ি থেকে বের হবার তিনটি এজমালি রাস্তা রাতারাতি বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দিয়ে তাকে অবরুদ্ধ করে রেখেছে। প্রতিবেশী সুমন,বাবু,সুজন,সহিদুল ইসলাম হাওলাদারসহ আরো দুই তিনজন মিলে গতকাল জোরপূর্বক চলাচলের তিনটি রাস্তা বন্ধ করে তাকে অবরুদ্ধ করে রেখেছে। কি কারনে এমন ঘটনা সে বিষয়ে অভিযোগ করে জানায়, তিন বছর পূর্বে তিনি এবং তার স্ত্রী হজ্জ পালন করে আসে। সে থেকে উপরোক্ত উল্লেখ্য কতিপয় জাল দলিল তৈরি করে সন্ত্রাসীরা তার কাছে বিভিন্ন সময়ে নানা ধরনের চাঁদা দাবী করে। কিন্তু বিনা কারনে অযুক্তিক ভাবে কোন টাকা না দেয়ায় তাকে অবরুদ্ধ করে রেখে টাকা আদায় করতে চাইছে তারা বলেও জানান জলিল। তিনি এ বিষয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জব্বার বাবুলকে সরেজমিনে এনে দেখালে তিনি থানা পুলিশ না করার পরামর্শ দিয়ে সন্ধ্যায় তাদের সাথে বসে সমস্যার সমাধান করে দিবেন বলেও আশ্বাস দেয়। উক্ত ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।
Design and developed by Engineer BD Network