ঢাকা ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০
আলমগীর মাটি সোহাগ ॥ ভারতের দিল্লিতে সাম্প্রদায়িক সমস্যা চলছে যা প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। ঘটনাপ্রবাহে দেখা যাচ্ছে সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষরা হামলার শিকার হচ্ছে বেশী। বাংলাদেশ প্রতিবেশী রাস্ট্র হিসেবে এর উত্তাপ থেকে দুরে নয়! মুসলিম দেশের নাগরিক হিসেবে খারাপ লাগা,কস্ট পাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের দেশে বসবাসরত হিন্দুধর্মের মানুষের এ ঘটনার কোনোভাবেই দায় থাকার সুযোগ নেই!! আমরা অবশ্যই ভারতীয় উগ্রবাদী (সবাই না) চেতনা ধারন করিনা। দিল্লিতে যা ঘটছে তারজন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি সাথেসাথে বাংলাদেশে বসবাসরত সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের এই সময়ে আস্থায় আনা জরুরী। তোমরা এই দেশে নিরাপদ, দিল্লির চলমান ঘটনায় তোমাদের কোনো দায় নেই, দিল্লিতে যা ঘটছে সেটা সম্পুর্ন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। যেহেতু সবসময়ই দেশের একটা গ্রুপের এই জাতীয় সমস্যা কে উস্কে দিয়ে সাম্প্রদায়িক সমস্যা তৈরীতে সদা জাগ্রত সেহেতু আমরা নিশ্চিত থাকতে চাই দেশের আইনশৃঙ্খলা বাহিনী এই পরিস্থিতিতে অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশী সজাগ থাকবে। বিপদেই বন্ধুর আসল পরিচয়! আমরা নিজেদের যায়গায় সচেতন থাকলেই যে কোনো কঠিন সময় পার করে অসাম্প্রদায়িক বাংলাদেশ কে এগিয়ে নিতে পারি। সবার উপর মানুষ সত্য… তাহার উপর নাই…. ভয় পেয়োনা বন্ধু আমার সনাতন হতেই পারো,তাতে কি!!! তুমিই বাংলাদেশ তুমিই আমার বন্ধু… তুমিই আমার ভাই।
Design and developed by Engineer BD Network