দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০৬ জন করোনা আক্রান্ত , ৯ জনের মৃত্যু

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০৬ জন করোনা আক্রান্ত , ৯ জনের মৃত্যু

তালাশ ডেস্ক :-

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০৬ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে। এছাড়া দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জনে।

 

আজ শনিবার দুপুর আড়াইটায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

ব্রিফিংয়ে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩০৬ জন নতুন রোগী শনাক্ত ও ৯ জন মারা গেছেন হয়েছেন।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জনে। মৃত ৯ জনের মধ্যে ৬ জন ঢাকার, ২ জন নারায়ণগঞ্জের এবং একজন সাভারের।  

এ সংক্রান্ত আরও সংবাদ