ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০
তালাশ প্রতিবেদক ॥
রাতের আধাঁরে দুর্ধর্ষ চুরি। গত ২০ মার্চ (শুক্রবার) দিবাগত রাতে নগরীর ফকির বাড়ী রোডস্থ হাওলাদার ষ্টোরে এ চুরি সংঘঠিত হয়। নগরীর কাটপট্টি গফুর মঞ্জিলের বাসিন্দা দোকানের মালিক মো: শফিকুল ইসলাম এ ব্যাপারে কোতায়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় দোকানের বেচা-বিক্রি শেষ করে রাতে দোকান ঘর বন্ধ করে বাসায় যায় তিনি। পরদিন সকালে দোকানে এসে তালা খুলতে গিয়ে তালা না থাকায় সন্দেহ হয়। এসময় দোকান খুলে মালামাল অগোছালো দেখেন তিনি। এক পর্যায়ে দোকানে থাকা নগদ টাকা, বিভিন্ন ব্রান্ডের সিগারেট এবং অন্যান্য মালামালসহ মোট আড়াই লক্ষ টাকা চুরি হয় বলে নিশ্চিত করে থানায় এ অভিযোগ দায়ের করেন।
এদিকে সিটির প্রাণকেন্দ্রে এমন চুরি নিয়ে প্রাথমিক পর্যায়ে কোন ধারনা করতে পারছে না প্রশাসন। সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, বরিশাল সিটি কর্পোরেশন এর সিসি ক্যামেরার নিকটবর্র্তী স্থানে দোকানটির অবস্থান। তবে সিসি ক্যামেরা অকেজো হওয়ায় তা থেকে চোর সনাক্ত করার কোন তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়ার আজকের তালাশকে জানান, সিটি কর্পোরেশনের প্রায় এলাকার সিসি ক্যামেরা অচল অবস্থায় আছে।
ঐ স্থানের ক্যামেরার জন্য নির্ধারণ করা পোষ্টের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি আরো বলে, ঐ পোষ্টে সর্বমোট ৪টি ক্যামেরা অবস্থিত আছে, তবে প্রত্যেকটি অকেজো।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই মেহেদী হাসান জানান, গীর্জ্জা মহল্লায় একটি জুতার দোকান চুরি হবার ঘটনা শুনে আমি সেখানে যাই।
ঐ সময়ে কে বা কারা এমন চুরির কর্মকা- করেন। দোকান মালিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা চেষ্টা করছি তদন্তের মাধ্যমে চোর সনাক্ত করে গ্রেফতারের আওতায় আনার।
Design and developed by Engineer BD Network