ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০
তালাশ প্রতিবেদক ::
বরিশাল লঞ্চঘাট থেকে গাঁজাসহ ১ যুবককে আটক করেছে সদর নৌ থানা পুলিশ। আজ( শনিবার) সকাল সাড়ে ১১টার দিকে লঞ্চটার্মিনালে অভিযান চালিয়ে নৌ থানার এএসআই ফাহাদ রিফাত সৈয়াল (২৫) নামের যুবককে আটক করে। এসময় তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন পুলিশ কর্মকর্তা।
বরিশাল সদর নৌ পুলিশের (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের তালাশকে জানান- যুবক রিফাত টার্মিনালে ঘোরাঘুরি করছিল। তার আচরণে সন্দেহ হলে টার্মিনালে ডিউটিরত পুলিশ কর্মকর্তা ফাহাদ তাকে আটক করে শরীরে তল্লাশি করেন। এসময় তার কাছে ২৫ গ্রাম গাঁজা পাওয়া যায়।
এএসআই ফাহাদ আজকের তালাশকে জানান, শরীয়তপুরের নড়িয়া উপজেলার চন্ডিপুর পুরান বাজারের বাসিন্দা হাজী শামসুদ্দিন সৈয়ালের ছেলে রিফাত। এই ঘটনায় তার বিরুদ্ধে বরিশাল কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।’
Design and developed by Engineer BD Network