ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯
নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে বরিশালে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বরিশালের অভ্যন্তরীণ ৮টি রুটে স্বাভাবিকভাবে বাস চলাচল শুরু হয়।
এদিকে বাস শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার হলেও নতুন করে ধর্মঘটের ঘোষনা দিয়েছে ট্রাক শ্রমিকরা। নতুন সড়ক পরিবহন আইন সংশোধের দাবিতে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে তারা।
বরিশাল বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমান আলী শরীফ বাবুল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নতুন সড়ক পরিবহন আইনে ট্রাক চালক-শ্রমিকরা শঙ্কিত। তাই এই আইন সংশোধের দাবিতে ট্রাক শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে।
অপরদিকে বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে পরিবহন শ্রমিকরা বরিশালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করে।
এর ফলে মঙ্গলবার সকাল এবং রাতে কোন ধরনের পরিবহন চলাচল করেনি। এতে যাত্রীদেরও ভোগান্তি হয়। যাত্রীদের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে বুধবার সকালে কর্মবিরতি প্রত্যাহার করে ১০টার পর থেকে বাস চলাচল শুরু হয়। সকালে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে অভ্যন্তরিন ৮টি রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সকালে সকালে শ্রমিক নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক হয়েছে। কিন্তু সেখান থেকে কোন সমাধান আসেনি। তাই আগামী ২১ ও ২২ নভেম্বর শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় মিটিং হবে। ওই মিটিংয়ে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী কর্মসূচি দিব
Design and developed by Engineer BD Network