ঢাকা ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, মে ৫, ২০২০
তালাশ প্রতিবেদকঃ
বিশ্ব কাঁপছে মহামারীর করোনায়, স্থবির হয়ে আছে দেশ। মহামারী রূপ ধারন হওয়া করোনা ভাইরাসের ভয়াল থাবায় দিশেহারা মানুষ। নিম্ন কর্মজীবি জনগন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মহীন হয়ে মানবেতর দিন পার কছে। এমন পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নেয়া হয়েছে নানা মুখি উদ্দ্যেগ। সমাজের সেই সব খেটে খাওয়া মানুষের পাশে এগিয়ে এসেছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সমাজের উচ্চবিত্ত অসংখ্য ব্যাক্তিবর্গ। দেশের এমন ক্রান্তিকালে নিজ উদ্যোগে এগিয়ে আসা এক নাম চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রানা শরিফ। সমাজের নিম্ন হতদরিদ্র পরিবারের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে। সামাজিক দুরত্ব নিশ্চিত করে নিজ অর্থায়নে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রায় অর্ধ শতাধিক পরিবারে মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। এসময় তিনি জানান, বৃহৎ পরিসরে না হলেও সমাজের প্রতিটি মানুষের উচিত অসহায় মানুষের পাশে দাড়ানো। সাধ্য অনুযায়ী সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে করোনার এই প্রকোপে এই সকল মানুষের পাশে দাড়ালে এই দূর্যোগ কাটিয়ে উঠতে আমরা সক্ষম হবো।
Design and developed by Engineer BD Network