ঢাকা ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯
রাজশাহী:
রাজশাহীতে পদ্মা নদীতে ইলিশ শিকারের সময় বিজিবির হাতে আটকে এক ভারতীয় জেলেকে বিএসএফ সদস্যরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দাবি, গুলিবিনিময়ের ঘটনায় তাদের এক সদস্য নিহত এবং আরেক সদস্য আহত হয়েছে। তবে বিজেপির পক্ষ থেকে এখনো বিএসএফ-এর দাবির বিষয়ে কোনো্ আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে রাজশাহীর চারঘাট সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, রাত ৮টার পর দু’পক্ষের মধ্যে পতাকাবৈঠক হওয়ার কথা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সীমান্ত পেরিয়ে পদ্মানদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকার করছিলেন তিন ভারতীয় জেলে। বিজিবি সদস্যরা এদের মধ্যে একজনকে আটক করেন। বাকি দু’জন পালিয়ে যান। পরে, বিএসএফ সদস্যরা এসে আটক জেলেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদসংস্থা এনডিটিভি ও বিবিসি বাংলা জানায়, গোলাগুলির ঘটনায় বিএসএফের এক কনস্টেবল নিহত ও আরেক সদস্য আহত হয়েছেন।
অপর ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের খবরে বলা হয়, নিহত বিএসএফ জ্ওয়ানের নাম বিজয় ভান সিং। তিনি উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলার চামারোলি গ্রামের বাসিন্দা। আহত জওয়ানের নাম রাজবীর সিং। তিনি এখন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্ত সংলগ্ন এলাকায় জনসাধারণের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সীমান্তের দু’পাশেই থমথমে অবস্থা বিরাজ করছে।
Developed by Engineer BD Network