ঢাকা ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২০
তালাশ ডেস্ক ॥ ঠাকুরগাঁওয়ের হরিপুরে বন্যার পানিতে গোলস করার সময় হামিদুর (১৫) ও রহিত (১২) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।রবিবার হরিপুর উপজেলার ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর মৌজার গন্দও ব্রিজ নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
হামিদুর হরিপুর উপজেলার ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের রণহাট্টা গ্রামের মৃত আলম দর্জিও ছেলে এবং রহিত একই উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়নের নারগুন গ্রামের সোহাগের ছেলে।
স্থানীয়রা জানান, শিহিপুর-গন্দও ব্রিজের পশ্চিম পার্শ্বে কয়েকজন ছেলে পানির মধ্যে ফুটবল খেলছিল আর গোসল করছিল। এ সময় হামিদুর ও রহিত নামে দুইজন গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারের জন্য চেষ্টা চালানো হয়। ঘটনার কিছুক্ষণের মধ্যে হামিদুরের লাশ উদ্ধার করা হলেও রহিতের লাশ গভীর পানিতে তলিয়ে যায়।
পরে রানীশংকৈল ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসে। তবে তাদের সাথে ডুবুরি দল না থাকার কারণে তারা উদ্ধার কাজে সহযোগিতা করতে পারেনি। বিকাল ৪টার সময় স্থানীয়দের সাহায্যে রহিতের লাশ উদ্ধার করে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Design and developed by Engineer BD Network