ঢাকা ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২০
স্টাফ রিপোর্টার :
আটক করা হয়েছে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপির ব্যক্তিগত কর্মকর্তা হাদিস মীরকে। দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের পর তাকে আটক করা হয়।
বুধবার (১৭ জুন) সন্ধ্যায় কাউনিয়া থানা পুলিশ নগরীর পশ্চিম কাউনিয়া হাওলাদার বাড়ি সড়কের একটি বাসা থেকে তাকে আটক করে।
কী কারণে তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অব্যাহতি প্রদান আদেশের একদিন পরই আটক হলেন হাদিস মীর।
এ প্রসঙ্গে কাউনিয়া থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাথমিকভাবে হাদিস মীরকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।
পানিসম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হাদিস মীরের বিরুদ্ধে সম্প্রতি অবৈধভাবে বিপুল অর্থের মালিক হওয়াসহ টিআর কাবিখা আত্মসাতের অভিযোগ ওঠে। সর্বশেষ নিজগ্রাম সদর উপজেলার সাপানিয়ায় জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে মারধর করে হাসপাতালে পাঠানো এবং উল্টো মামলা দিয়ে তাদের গ্রেফতার করিয়ে কারাগারে প্রেরণ করার অভিযোগ রয়েছে হাদিস মীরের বিরুদ্ধে।
এক্ষেত্রে তিনি প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রশাসনিক সুবিধা নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।
Design and developed by Engineer BD Network