ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৮:১৪ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২০
তালাশ প্রতিবেদকঃ
বাংলা ট্রিবিউন এর কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম কে ভ্রাম্যমান আদালত কর্তৃক নির্যাতন ও এক বছর দণ্ডিত করার বিরুদ্ধে বরিশালে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে আজ (রবিবার) বেলা ১২ টায় বরিশাল রিপোর্টাস ইউনিটি এর আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাংবাদিক সমাজ। উক্ত মানববন্ধনে সাংবাদিকদের সাথে একত্ববাদ প্রকাশ করে বিভিন্ন সামাজিক সংগঠন ও শ্রেনীপেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় সাংবাদিক আরিফুল ইসলামের উপর ভ্রাম্যমান আদলতের ন্যাক্কারজনক নির্যাতন ও এক বছর দণ্ডিত করার তীব্র প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, দেশজুড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। তথ্য সংগ্রহ থেকে শুরু করে সংবাদ পরিবেশনায় নির্যাতন এবং মিথ্যা, বানোয়াট মামলায় জড়ানো হচ্ছে তাদের। একের পর এক সাংবাদিক নির্যাতনে সুষ্ঠ বিচার না হওয়াতে সমাজ দর্পণের এ পেশাদার সাংবাদিকদের দিকে আঙ্গুল তুলছে তারা। অবিলম্বে সাংবাদিক আরিফুল ইসলামের উপর নির্যাতনের সঠিক তদন্ত করে সুষ্ঠ বিচারের দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দরা। উল্লেখ্য যে, গত ১৯ মে “কাবিখা’র টাকায় পুকুর সংস্কার করে ডিসি’র নামে নামকরণ!” শিরোনামে বাংলা ট্রিবিউনে একটি সংবাদ প্রকাশ এবং সম্প্রতি আরো কিছু অনিয়মের বিষয়ে প্রতিবেদন করা হয়। সেই সংবাদের রেশ ধরে আইন বহির্ভূতভাবে মধ্যরাতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সাংবাদিক আরিফুল ইসলাম কে শাস্তি দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Design and developed by Engineer BD Network