প্রতিমন্ত্রীর উপহার পেল পঁচিশ জন রোগী

প্রকাশিত: ৬:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

প্রতিমন্ত্রীর উপহার পেল পঁচিশ জন রোগী

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম তার পক্ষ থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) এসব সামগ্রী প্রতিমন্ত্রীর পক্ষে থেকে আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহামুদুল হক খান মামুন হাসপাতালের করোনা ওয়ার্ডের দায়িত্বরতদের এসব সামগ্রী বুঝিয়ে দেন। হাসপাতালের ওই ওয়ার্ডে বর্তমানে ২৫ জন রোগী থাকায় ২৫ টি পৃথক প্যাকেটে এসব উপহার সামগ্রী রোগীদের জন্য পাঠানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ