ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৭:২৬ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২০
খবর বিজ্ঞপ্তির :
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ১৬৫ জন কর্মকর্তা করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন| এদের ৯ জনকে হোম কোয়ারেনটাইনে এবং৭৫জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে | আক্রান্তদের মধ্যে ৮৪ জন সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছে| করোনা আক্রান্তদের মধ্যে ২১ জন সদর দপ্তর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ১৯জন তেজগাঁও ফায়ার স্টেশনের, ৩০ জন অধিদপ্তরের বিভিন্ন শাখার, ৯ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ১২ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ৮ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের, ১২ জন ডি.ই.পি.জেড ফায়ার স্টেশনের (সাভার), ৮ জন সাভার ফায়ারস্টেশনের, ১ জন লালবাগ ফায়ার স্টেশনের, ১ জন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, ২ জনমানিকগঞ্জ ফায়ার স্টেশনের, ৩ জন ডেমরা ফায়ার স্টেশনের, ৪ জন খিলগাঁও ফায়ারস্টেশনের, ৬ জন মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের, ১ জন পলাশী ফায়ার স্টেশনের, ৫ জনসিলেট ফায়ার স্টেশনের, ১ জন বড়লেখা ও ১ জন কুলাউড়া ফায়ার স্টেশনের (সিলেট), ১জন কেরানিগঞ্জ ফায়ার স্টেশনের, ১ জন টঙ্গি ফায়ার স্টেশনের, ৫ জন ফুলপুর ফায়ারস্টেশনের, ১ জন টাঙ্গাইল ফায়ার স্টেশনের, ১ জন সালতা ফায়ার স্টেশনের (ফরিদপুর),১ জন রংপুর কন্ট্রোল রুমের, ১ জন সৈয়দপুর ফায়ার স্টেশনের (নীলফামারী), ৩ জন বারিধারা ফায়ার স্টেশনের এবং ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশনের, ৪ জন চট্টগ্রাম লামার ফায়ার স্টেশনের কর্মী। আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিসসেন্টার ও রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুল (নারায়ণগঞ্জ) সহ বিভিন্ন স্থানে কোয়ারেনটাইনে রাখা হয়েছে।করোনা আক্রান্তদের সকলেই ভালো আছেন। এদের মধ্যে ৮৪ জনের পর পর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে|আক্রান্ত অন্যদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।
Design and developed by Engineer BD Network