ঢাকা ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০
শেখ আরিফ :-
সারা দেশ করনা আতঙ্কে । ঘুম থেকে উঠলেই দেখা যায় বিভিন্ন পত্রিকার পাতায় ত্রান চুরির ঘটনা । ঝুঁকি নিয়ে জড়ো করে দিচ্ছে ত্রান । মানুষের মনে একটি ধারনাই হয়ে গেছে চেয়ারম্যান মানে চাল চোর । এমন ধারনাকে বদলে দিয়ে মুলাদী উপজেলার সফিপুর ইউপি চেয়ারম্যান হিমু মুন্সীর ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে ফেজবুকে প্রশংসার ঝড়।
দেখা যায় সুজন আহমেদ নামে এক ফেজবুক ব্যাবহার কারি লিখেছেন
ধন্যবাদ ইউপি চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সী’র ব্যতিক্রম উদ্যোগকে খোলা মাঠে ব্যতিক্রমভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে মুলাদী উপেজলার সফিপুর ইউনিয়নে সরকারি ভিজিডি কার্ডের চাল বিতরণ।
তার এই পোস্টে ৪২১ লাইক , ১০৬ সেয়ার , ৬৭ কমেন্ট হয়েছে । তার ভিতরে কিছু কমেন্ট তুলে ধরা হলো ।
* Ahsan rafsan লিখেছেন –
প্রকৃত নেতার পরিচয় দুর্যোগের সময় মানুষের পাশে থাকা💝
যার বাস্তব উদাহরণ♥ আপনি💕
প্রিয় মানবতার উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকুন সফিপুরের মানুষের হৃদয়ের মাঝে!❤
* Krisnendu লিখেছেন –
বাহ্.. …খুব সুন্দর উদ্যোগ
* Md mostafizur Rahman লিখেছেন –
ধন্যবাদ – খুশি হলাম সবাই যখন চুরি করে তখন এই C-ম্যান পুরো বস্তা প্রতি জনের জন্য -শুকরিয়া ও কৃতজ্ঞতা ঞ্জাপন করছি
* Saddam Hossain লিখেছেন –
সবাই খারাপ না, সবাই চাল চোর না,
Developed by Engineer BD Network