ঢাকা ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩
বরগুনা প্রতিনিধিঃ বরগুনা শহরে আজ (১২,মার্চ) বুধবার বিভাগে প্রখর রৌদ্র তাপে কমলেশ (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।কমলেশের বাসা বরগুনার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা জাপানি ব্যারাকে। কমলেশের বাড়ী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। ২৫ বছর যাবৎ বরগুনা শহরে শ্রমিকের কাজ করে আসছিল। বুধবার বিকালে সদরঘাট কেন্দ্রীয় মসজিদের দক্ষিন পাশে প্লোল্টি ফার্মের গাড়ী থেকে মুরগী নামানোর সময় অসুস্হ হয়ে পড়ে যায়।
স্হানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তৃব্যরত মেডিকেল অফিসার ডাঃ তানিয়া পারভীন ইসিজি করার পর তাকে মৃত্যু ঘোষনা করেন।
Design and developed by Engineer BD Network