ঢাকা ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২০
জেলার আগৈলঝাড়া উপজেলার জবসেন গ্রামের এক কিশোরীকে (১৬) ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ধর্ষক তুহিন ফকিরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
বুধবার সকালে এজাহারের বরাত দিয়ে আগৈলঝাড়া থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, পশ্চিম ফুল্লশ্রী গ্রামের সোলায়মান ফকিরের বখাটে পুত্র তুহিন ফকির গত ১ মে ওই কিশোরীকে তুলে নিয়ে পয়সারহাট এলাকায় একটি নির্জন ঘরে আটক করে ধর্ষণ করে।
লোকলজ্জায় কিশোরী বিষয়টি কাউকে জানায়নি। পরবর্তীতে ঈদের দিন বিকেলে সহযোগিদের নিয়ে বখাটে তুহিন পূর্ণরায় ওই কিশোরীকে তাদের বাড়ির পাশ থেকে জোরপূর্বক অপহরণের চেষ্টা
চালায়। এ সময় কিশোরীর চিৎকারে স্থানীয়রা ধাওয়া করে তুহিনকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে।
ওসি আরও জানান, এ ঘটনায় ধর্ষিতা কিশোরী বাদি হয়ে থানায় ধর্ষণ ও অপহণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
Design and developed by Engineer BD Network